প্রদীপ কুমার সিংহ:-তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে একুশে জুলাই এর ধর্মতলা সমাবেশে ডাক দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলা উদ্দেশ্যে যাত্রা করল। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাসের সঙ্গে কথা বলে জানা যায় যে বারুইপুর পৌরসভা এলাকা থেকে প্রায় সাত থেকে ৭০ টি বাস ও ছোট হাতি গাড়ি করে আর দশ হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকাল নটা সাড়ে নটার মধ্যে বারুইপুর থেকে ধর্মতলার দিকে রওনা হয়।। এইসব তৃণমূল কংগ্রেসের কর্মীদের সকালবেলা টিফিনের ব্যবস্থা ও দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে। সকালে টিফিন কেক বিস্কুট চা ইত্যাদি ও দুপুরের লাঞ্চে থাকছে মাংস ভাত।
প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসে কর্মীর আজ ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কি বার্তা দেন কর্মীদের উদ্দেশ্যে তার শোনার জন্যই যায়। তবে এই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসে কর্মীদের একটি উৎসবের মেজাজের পরিণত হয়েছে। যদিও বারুইপুরে এই রাস্তা দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা দলে দলে বাসে ট্রাকে টাটা সুমোতে প্রভৃতি গাড়িতে ধর্মতলার দিকে রওনা দেয়।