আজ কাঁথি মহকুমা কংগ্রেস কার্যালয় দক্ষিণ কাঁথি বিধানসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে উদযাপিত হল একুশে জুলাই শহীদ দিবস। ১৯৯৩ সালে ২১ শে জুলাই কলকাতার রাজপথে আন্দোলন করতে গিয়ে 13 জন কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। এরপর থেকে প্রতিবছর এই দিনটাকে স্মরণ করে আসছে যুব কংগ্রেস। আজও স্মরণ সভার মধ্য দিয়ে শহীদ বেদীতে মাল্যদান করবে ,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ যুব কংগ্রেস কমিটির সভাপতি সংগীতা প্রধান জানা, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সম্পাদক সেক এনামুল, প্রদেশ কংগ্রেস কিসান কংগ্রেস সম্পাদক পরিতোষ প্রমাণিক, জেলা মিডিয়া কো-অর্ডিনেট আক্তার আলি খান, কাঁথি ১নং ব্লক সভাপতি রামচন্দ্র ত্রিপাঠী জেলা যুব কংগ্রেসের নেতা সেক আব্দুল মজিদ, আইএনটিইউসি নেতা প্রদীপ পানিগ্রাহ, নিত্যানন্দ মাইতি প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৮৭