শাশুড়ি অসুস্থ থাকার খবর পেয়ে তাঁকে শ্বশুরবাড়িতে দেখতেচগিয়েছিলেন এক শিক্ষক।এর সুযোগ নিয়ে বাড়ি থেকে সব চুরী করে নিয়ে গেল দুষ্কৃতীর দল ।বাড়িতে চোর ঢোকার খবর পেয়ে ছুটে এলেও শেষ রক্ষা হয়নি!
দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সারদাপল্লীতে প্রকাশ নস্করের বাড়ি। প্রকাশ নস্কর পেশায় শিক্ষক সোনারপুর শিশু বিদ্যাসাগর হাই স্কুলের।
এই শিক্ষক বলেন কয়েকদিন আগে শাশুড়িকে দেখতে গিয়েছিলেন । সেখানে গিয়ে তার বাচ্চারও অসুস্থ হয়ে পড়েন ।সেই জন্য কিছুদিন শ্বশুরবাড়ি বারুইপুর থানার অন্তর্গত ঋষি বঙ্কিমনগরে ছিলেন। পাশের বাড়ির বাসিন্দাদের থেকে খবর পান বাড়িতে চোর ঢুকেছে বৃহস্পতিবার সকালে । সঙ্গে সঙ্গে প্রকাশ বাবু বাড়িতে ছুটে আসে এসে দেখেন ঘরের দরজা বন্ধ রান্নাঘরের কাচের জানালা ভাঙ্গা। লোক ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা ও মনিটর অফ করে দিয়ে ঘরের জিনিস সব উলটপালট করে তল্লাসী করেছ্র। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দিলে বারুইপুর থানার পুলিশ তদন্তে আসেন। তবে পুলিশকে কি চুরি হয়েছে তা বলতে পারেনি প্রকাশ বাবু ।