Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দ্রৌপদী মূর্মুর জয় নিশ্চিত হতেই মিস্টি বিলি বিজেপির

ভারতবর্ষে প্রথম জনজাতি মহিলাদের মধ্যে দ্রৌপদী মূর্মু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার মুখে।

এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মূর্মু তাঁর একমাত্র প্রতিদ্বন্ধী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বিপুল ভোট  বেশী পেয়ে জয়ের দোরগোড়ায় এগিয়ে যেতেই কাঁথিতে বিজয় উল্লাস করতে রাস্তায় নেমে পড়ে বিজেপি কর্মী সনর্থকেরা।

বৃহষ্পতিবার বিকাল ৫টায় ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে কাঁথি কার্যালয়ে অরাজনৈতিক ব্যানারে জাতীয় পতকা মধ্যে দিয়ে বিজয় উৎসব উদযাপন করা হয় । পথ চলতি মানুষ, দোকানদারদের লাড্ডু বিতরন করে মিষ্টি মুখ করান বিজেপি কর্মী সমর্থকেরা।
আজকের এই বিজয় উৎসব উদযাপনে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব ধীরেন্দ্র নাথ পাত্র, নগর মণ্ডল যুব মোর্চা সভাপতি চন্দন জানা,সম্পাদিকা ইলোরা চক্রবর্ত্তী, মহিলা মোর্চা নেত্রী অপর্ণা বেরা,পবিত্র প্রধান, , জগদীশ দিন্ডা,সহ একাধিক নগর মণ্ডল কার্য্যকর্তা নেতৃত্বগণ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read