কাঁথি ১ ব্লকের ৭ নম্বর নয়াপুট অঞ্চল অন্তর্ভুক্ত নয়াপুট সুধীর কুমার হাইস্কুলে ছাত্র ও ছাত্রীদের ইন্টার ক্লাস ৪ দিন ব্যাপি ফুটবল উৎসব আজ শেষ হলো। গত ১৮ ই জুলাই এই প্রতিযোগিতা শুরু হয়ে ছিল স্কুল ক্রীড়াঙ্গনে। প্রচুর ছাত্র, ছাত্রী, প্রাক্তনী, অবিভাবক, শিক্ষক, শিক্ষিকা এবং গ্রামবাসিরা এই খেলা উপভোগ করে। ছাত্রীদের জুনিয়ার বিভাগে চ্যাম্পিয়ন মাতঙ্গিনী ব্লক রানার্স সারদা গ্রুপ।
ছাত্রীদের সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন নিবেদিতা গ্রুপ রানার্স প্রীতিলতা গ্রুপ। জুনিয়র ছাত্রদের চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণি রানার্স সপ্তম শ্রেণি। সিনিয়র ছাত্রদের চ্যাম্পিয়ন দশম শ্রেণি রানার্স দ্বাদশ শ্রেণি। খেলা শেষ পুরস্কার তুলে দেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, কাঁথি ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তনুশ্রী গিরি, স্কুলের সম্পাদক জীতেন্দ্রনাথ সামন্ত, প্রাক্তন ক্রীড়া শিক্ষক রামপদ পন্ডা, কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য গোলক চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহ প্রধান শিক্ষক সন্দীপ জানা।