Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্তা বেহাল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ।

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক ঘিরে প্রতিবাদ।বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মেচেদা – হলদিয়া জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসী।নিজেদের দাবির সমর্থনে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়ক অবরোধ করেভ্রাখেন তাঁরা। পরে পাঁশকুড়া থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।


পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাতুলিয়া থেকে আঁড়োর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর অভিযোগ নির্বাচন এলেই শাসকদল বার বার সংস্কারের আশ্বাস দিলেও কাজ হয়নি কোনোদিন। বেহাল রাস্তার ওপর দিয়ে প্রায় জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হয় মানুষদের।এর প্রতিবাদে এদিন বেশ কয়েকটি গ্রামের মানুষজন একত্রিত হয়ে অবরোধের মাধ্যমে ক্ষোভ উগরে দেন। তাঁদের দাবি দ্রুত রাস্তা ঢালাই করতে হবে।
জানা গেছে এলাকার বাসিন্দাদের সাথে তৃণমূলের সংখ্যালঘু সেলের স্থানীয় সভাপতিও প্রতিবাদে সামিল হন।তিনি হুমকী দিয়েছেন এর পরেও পরিস্থিতির বদল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যান পাঁশকুড়া থানার আই সি।তিনি রাস্তা দ্রুত যাতে সংস্কার হয় তাঁর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন।তার পরেই অবরোধ ওঠে ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read