প্রদীপ কুমার সিংহ:-আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ।
শুক্রবার বারুইপুরে এসডিপিও ইন্দ্র বদন ঝা এক সাংবাদিক বৈঠকে জানান বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মল্লিকপুরের হাবিব চক এলাকা হানা দিয়ে এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে। ওই দুষ্কৃতির নাম সমির খান ওরফে বিল্টু (২০)। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার মল্লিকপুরে।
ওই দুষ্কৃতির কাছ থেকে একটি পেন্সিল বন্দুক ও একটি পাইপ গান সেই সঙ্গে একটি এইট এম এম তাজা কার্তুজ। সমির খানকে বারুইপুর মহাকুমা আদালতে পেশ করে। তার বিরুদ্ধে ২৫/২৭ ধারায় মামলা রুজু করে পুলিশ ।তবে এসডিপিও আরো বলেন এই দুষ্কৃতিকে আগেও ধরেছিল পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ৮৪