Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিষেকের দেখানো পথে হলদিয়ায় দুর্নীতিহীন শিল্পবান্ধব পরিবেশ গড়ছে কমিটি ।।

হলদিয়া শিল্পাঞ্চলকে কন্ট্রাকটারদের দুর্নীতি মুক্ত করার হুশিয়ারি দিয়েছিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।শ্রমিকরা যাতে কোন ভাবে বঞ্চিত না হয় গত ২৮ মে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহরে এসে সেই বার্তা দেন তিনি ।এবার সেই পথে হাঁটা শুরু করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

শুক্রবার শিল্পাঞ্চল হলদিয়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা শোনালেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্নেন্দু মাঝি।জেলা শাসক সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের থেকে শিল্পাঞ্চলের সকল কারখানা কর্তৃপক্ষকে সরকারের মনোভাব স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সাংবাদিক বৈঠকে।প্রসঙ্গত শিল্পাঞ্চলের অভাব অভিযোগ শোনার জন্যে জেলাচশাসককে চেয়ারম্যান করে শ্রম দফতর,পৌরসভা,হলদিয়া উন্নয়ন পর্ষদ প্রমুখের আধিকারীক ও জন প্রতিনিধিদের নিয়ে একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে।এদিন সেই কমিটির সভা হয় ।



পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সাংবাদিকদের বলেন সভায় সিদ্ধান্ত হয়েছে নিয়োগের ক্ষেত্রে আগে স্থানীয় বেকার যুবক যুবতীদের সুযোগ দিতে হবে কারখানা কর্তৃপক্ষদের।বলেন হলদিয়া শিল্পাঞ্চলে যে কারখানা গুলো সচল অবস্থায় আছে তাদের শ্রমিকদের যাতে কোনো ভাবে বেতন নিয়ে সমস্যা না হয় তার জন্যে কড়া ঞ্জর রাখবে কমিটি ।শ্রমিকরা যাতে বঞ্চিত না হয় তার জন্যে সমস্ত শ্রমিক সংগঠন গুলির স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে লক্ষ্য নজর থাকবে প্রশাসনের। যাতে কোন ঠিকাদার কোনো ভাবে শ্রমিকের প্রাপ্ত বেতনের কিছু অংশ নিয়ে নিতে না পারে।

পূর্ণেন্দু বাবু জানিয়েছেন নিয়োগ কিংবা বেতন দুর্নীতি কোন ভাবে বরদাস্ত করা হবে না ।যে কারখানা গুলির শ্রমিকদের বেতনের চার্টাড অফ ডিমান্ট তৈরী হয়নি,সেখানকার সিওডি তৈরীতে উদ্যোগী হবে এই কমিটি। প্রশাসন,শ্রমিক আর কারখানার মালিকদের নিয়ে হলদিয়ায় দুর্নীতিহীন শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলাই কমিটির কাজ

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read