Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় পটাশপুরের অমিত।।

অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে রৌপ পদক পেল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের পানিয়া গ্রামের নার্সারি ক্লাস টু এর ছাত্র অমিত মাইতি ।

৪ বছর বিয়সী এই নাবালকের জয়ে  উচ্ছ্বসিত পানিয়া গ্রামের বাসিন্দারা।

নাবালক অমিত মাইতির সাফল্যে খুশী এলাকার বিধায়ক। তাই তাকে সম্বর্ধনা দিতে বৃহস্পতিবার কৃতি খেলোয়াড়ের বাড়িতে যান ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। 

তিনি ফুলের মালা পরিয়ে সফল খেলোয়াড়কে সম্বর্ধনা জানিয়ে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন অমিত মাইতি যাতে আরো উপরে গিয়ে সুনাম অর্জন করতে পারে তার জন্য সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই গর্ব শুধু পটাশপুরেরই নয় ,পূর্ব মেদিনীপুর জেলা তথা রাজ্যের গর্ব । উল্লেখ্য  ছত্রিশগড় অলিম্পিক অ্যাসোসিয়েশন এন্ড ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ  ছত্রিশগড় এর ব্যবস্থাপনায় বিলাসপুরে ১৫ থেকে ১৬ জুলাই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read