Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। আয় বহির্ভুত ২ কোটি টাকার সম্পত্তি রেখে গ্রেফতার সৌম্যেন্দু অধিকারী ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার।।


প্রায় ২ কোটি টাকার আয় বহির্ভুত সম্পত্তি এক সরকারী ইঞ্জিনিয়ারের।আর তার জেরেই কাঁথি পৌরসভার সহকারি ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ।ধৃত ইঞ্জিনিয়ার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই তথা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক সৌম্যেন্দু অধিকারী ঘনিষ্ট বলে পরিচিত কাঁথিতে।উল্লেখ কাঁথি পৌরসভার রাঙ্গামাটি শ্মশানের জমিতে বেআইনী ভাবে স্টল বানিয়ে বিক্রীর অভিযোগে কিছুদিন আগেই এই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছিলো পুলিশ।

সুত্রের দাবি তারা শ্মশানের জমি বিক্রীর দুর্নীতির তদন্তে নেমে জানতে পারেন তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ইঞ্জিনিয়ার দিলীপ বেরার সম্পত্তির পরিমাণ প্রায় ৩ কোটি ১৯ লক্ষ ৫২ হাজার ৯৪৭ টাকা। এর পরেই তদন্তে নামে পুলিশ।আর তাতেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় তদন্তকারি অফিসারদের।

এর পরেই পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই ইঞ্জিনিয়ার গত ১৯৯৭ সালে অধিকারী আমলে কাঁথি পুরসভার কাজে যোগ দেন। সুত্রের থেকে আরো জানা গেছে পুলিশ হেফাজতে থাকা সহকারী ইঞ্জিনিয়ারের ৩০ এপ্রিল ২০২২ সাল পর্যন্ত বেতন বাবদ একাউন্টে ঢুকেছে ৮৯ লক্ষ ৯৫ হাজার ৮৬৯ টাকা। অথচ সম্পত্তি ৩ কোটি ছাড়িয়েছে !

এদিন ধৃতকে কাঁথি আদালতে তোলা হয় । অতিরিক্ত দায়রা জেলা আদালতের বিচারক (তূতীয়) সুপর্ণা রায় জামিন নাকচ করে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read