যেকোন মানুষের প্রথম শিক্ষক তার মা ও বাবা ।বর্তমান আধুনিক সভ্যতার যুগে বেশীর ভাগ বাড়িতেই আজ সবচেয়ে বেশী অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধা বাবা – মায়েরাই।এই অবস্থায় ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে নৈতিক শিক্ষার পাঠ দিতে উদ্যোগী হল আর এন মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ।
প্যারেন্টস ডে উপোলক্ষ্যে অভিভাবক -অভিভাবিকাদের ডেকে নিয়ে এসে তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করা হল ।ছাত্র ও ছাত্রীরা তাদের জীবনের প্রথম শিক্ষক বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো।
এই অনুষ্ঠানকে আরো গুরুত্বপূর্ন করে তুলতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান,আর এন মেমোরিয়াল স্কুল পরিচালন কমিটির সভানেত্রী পূর্ণিমা কামিলা,প্রিন্সিপাল অমিত কুমার কামিলারা।
এদিন প্রথমে চন্দন ও ফুলের তোড়া দিয়ে অভিভাবকদের বরণ করা হয়। পরে বিদ্যালয়ের থেকে অভিভাবকদের উপহার প্রদান করা হয়।ছাত্র ও ছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশন করেন।উপস্থিত দুই শতাধিক ছাত্র ও ছাত্রীর বাবা ও মা এই উদ্যোগে ভীষণ খুশী।