Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্টাই পাবলিক স্কুলের কষিতা সারা দেশে সম্ভাব্য দ্বিতীয়

আইসিসিতে পরীক্ষায় ভারতের মধ্যে দ্বিতীয় স্থান দখল করায় কন্টাই পাবলিক স্কুলের ছাত্রী কষিতা পণ্ডাকে সংবর্ধনা জানিয়েছে রাজ্য সরকার ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে শিক্ষা দপ্তরের একদল আধিকারিক সোমবার কন্টাই পাবলিক স্কুলে গিয়ে কৃতি ছাত্রী কষিতা পন্ডাকে সম্বর্ধিত করে ।

আইসিএসসিতে অহনজিতার পর আইএসসি এর রেজাল্টে কন্টাই পাবলিক স্কুলে এবার কশিতা ম্যাজিক । সি আই এস ই বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল দুটি সেমিস্টারের ভিত্তিতে এই রেজাল্ট ।কন্টাই পাবলিক স্কুলে থেকে এবার মোট ১২৫ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল। সবাই এই পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছে ।তাদের মধ্যে কষিতা পণ্ডা ৯৯.৫০ শতাংশ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থানে এবং বিদ্যালয়ের সর্বোচ্চ স্থান অধিকার করেছে ।এই বিদ্যালয়ের আস্থা ঠাকুর এবং এশা জানা ৯৮ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ের দ্বিতীয় স্থান অধিকার করেছে ।এছাড়াও ৯৭.৫ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে দীপ্তদীপ সিনা ও রিপন কামিলা। জানা গেছে বিদ্যালয়ের ১২৫ জন ছাত্র ছাত্রীর মধ্যে ৪১ জন ৯০ শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছে। এ ছাড়া ৩৫ জন আশি শতাংশ থেকে ৮৯ শতাংশ নম্বরের মধ্যে পেয়েছে ।পড়ুয়াদের সাফল্যে খুশি বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস। তিনি বলেন প্রতি বছরই তাঁর বিদ্যালয়ের পড়ুয়ারা এভাবেই রাজ্য এবং দেশের মধ্যে কাঁথির নাম উজ্জ্বল করে চলেছে ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read