বাগানে জল দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জুনপুট কোস্টাল থানার নয়াপুট অঞ্চলের পানিপিয়াতে। মৃত ব্যক্তির নাম তপন প্রধান (৫০) । সোমবার সকালে তপন প্রধান তার বাড়ির পাশে বাগানে পাম্প থেকে জল দেওয়ার জন্য গিয়েছিলেন। পাইপ নিয়ে জল দিতে গেলে পাম্পের সংযোগকারী বিদ্যুৎ তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছু দূরে থাকা স্ত্রী ঘটনাটি দেখে দৌড়ে গিয়ে ঘরের মেইন সুইচ বন্ধ করেন । ততক্ষণে সব শেষ। পরিবারের লোকেরা তপন প্রধানকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ । তপন প্রধানের মৃত্যুতে পরিবারের শোকের ছায়া।
Author: ekhansangbad
Post Views: ৭৭