মাঝ সমুদ্রে বিকল হয়ে যাওয়া ট্রলারকে কে উদ্ধার করে পরে ফিরিয়ে আনলো পেটুয়া মৎস্যবন্দরের এক ট্রলার। প্রাণে বাঁচলো বিকল হয়ে যাওয়া রক্ষাকালী নামে ওই ট্রলারের ১১ জন মৎস্যজীবী। উদ্ধার হওয়া ট্রলার চালক গুণধর প্রামাণিকের কথায় শনিবার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল রক্ষাকালী নামে একটি ট্রলার। মাঝ সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারটির যান্ত্রিক গোলযোগের কারণে বিকেল থেকে বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসতে থাকে। আটকে পড়া মৎস্যজীবীদের মাধ্যমে এই সংবাদ আসলে কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে। পরে দেশপ্রাণ শ্রমিক ইউনিয়নের সম্পাদক অজয় কুমার সাউ ও কোষাধ্যক্ষ উৎপল মাইতি পেটুয়া ঘাট থেকে রাজলক্ষ্মী নামে একটি ট্রলার পাঠিয়ে বিকল ট্রলার রক্ষাকারীকে টেনে নিয়ে আসে। কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল পেটুয়াঘাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতি ও শ্রমিক ইউনিয়নকে ধন্যবাদ জানান।