রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পরেই রাজ্যের তৃনমূল সরকারের বিরুদ্ধে চাপ বাড়াতে রাস্তায় নেমে পড়লো বিরোধী দলগুলি।দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে আগেই প্রধান বিরোধী দল বিজেপি রাস্তায় নেমেছিলো।এবার একই দাবিতে রাস্তায় নামলো কংগ্রেসও।
এসএসসি নিয়োগে দুর্নীতির জেরে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতারের পরেই তাঁকে মন্ত্রীসভা থেকে সরানোর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।একই দাবিতে পূর্ব মেদিনীপুর জেলায় মিছিল করলো কংগ্রেস।
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস কর মহাপাত্রের নেতৃত্বে মন্ত্রীসভা থেকে পার্থ চ্যাটার্জীর অপসারন এবং বাকী দুর্নীতিগ্রস্থ নেতা-মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে জেলা সদর শহর তমলুকে মিছিল করলো কংগ্রেসীরা