Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিল্পাঞ্চলের নজরদারি কমিটির বৈঠক ।।

পূর্ব মেদিনীপুরে হলদিয়া শিল্পাঞ্চলের নজরদারি করার কমিটির বৈঠক হলো । হলদিয়া শিল্পাঞ্চলকে কন্ট্রাকটর এর দুর্নীতি মুক্ত করার জন্য অভিষেক বন্দোপাধ্যায় গত ২৮ মে এই শহরে এসে কড়া বার্তা দিয়ে ছিলেন । তার ই পরিপেক্ষিতে মঙ্গলবার হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসক তথা পূর্ণেন্দু মাঝি এসে বেশকিছু শিল্প সংস্থাকে নিয়ে বৈঠক করেন।

অডিটোরিয়ামে শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরা ছিলেন ।অপরদিকে জেলাশাসক ছাড়াও জেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর,হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন জানা হলদিয়া উন্নয়ন পর্ষদ এর সিইও, হলদিয়া মহকুমা শাসক,রাজ্যের অ্যাডিশনাল লেবার কমিশনার, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল প্রমূখ।



বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে জেলা শাসক স্পষ্ট জানিয়ে দিলেন, হলদিয়া শিল্পাঞ্চলের ১১টি কারখানায় সিওডি বাকি রয়েছে তা দ্রুত সম্পন্ন হবে। হলদিয়াতে যে সমস্ত বেকার ছেলে মেয়েরা আছে তাদের জন্য যেনো কাজের সুব্যাবস্থা করার জন্য একটি ডাটাবেস তৈরী করা হবে ।

হলদিয়াতে যে কয়েকটা কোম্পানিতে সিওডি পেন্ডিং আছে সেগুলো খতিয়ে দেখা হবে । আগামী ২৮ জুলাই হলদিয়া শিল্প কারখানায় আটকে থাকা সিওডি বেতন সংক্রান্ত চুক্তির জন্য একটা শিল্প সংস্থাকে ডাকা হবে। একটি সংস্থার সিওডি দ্রুত কমপ্লিট করা হবে। কোনো রকম কর্ম ক্ষেত্রে অসুবিধে হলে সেগুলো ওই সংগঠনে গিয়ে জানতে পারে তার জন্য ব্যাবস্থা নেওয়া হবে । বিশেষত বড় ইন্ডাস্ট্রিজ ও ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে সমন্বয় ঘটাতে এগিয়ে এলেন জেলাশাসক। দ্রুত একটি সমন্বয় বৈঠক করা হবে বলে জানায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read