প্রদীপ কুমার মাইতি : – রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে হইচইয়ের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে ভোট পরবর্তী হিংসা মামলায় হানা দিল সিবিআই। স্থানীয়দের থেকে জানা যাচ্ছে ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতাকে সিবি আই একাধিকবার তলব করলেও, তিনি হাজিরা এড়িয়ে যান।এর জেরেই হানা,বাড়ির চারপাশ ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।
গত সোমবার হলদিয়া মহকুমা আদালতে সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আবু তাহের-সহ তিন তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তারপর বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের একটি দল আবু তাহেরের বাড়িতে হানা দেয়।
ভোট পরবর্তী হিংসা মামলায় ইতিমধ্যেই সিবিআই নন্দীগ্রামের ১২ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে। তারা সকলেই প্রায় এক বছর যাবত্ জেলবন্দি রয়েছেন। জানা গিয়েছে, সেই মামলাতেই আবু তাহেরদের সিবিআই নোটিশ পাঠিয়ে তলব করে।