প্রদীপ কুমার সিংহ:-বারুইপুরে পুলিশ জেলার পুলিশ সুপার শুক্রবার বিকেলে বারুইপুর এসপির অফিসে থেকে প্রায় ৩০ জন মানুষ তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন তাদের হাতে।
বারুইপুর পুলিশ জেলা বিভিন্ন থানায় বিভিন্ন সময় মোবাইল হারিয়ে যাওয়ার জন্য বা চুরি হওয়ার জন্য সাধারণ ডায়েরী করেছিল মানুষ। সেই হারিয়ে যাওয়া মোবাইল গুলিকে উদ্ধার করে বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার মাধ্যমে।
পুলিশ সূত্রে খবর মোট ৫৫টি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইল ফোন উদ্ধার করে। কিন্তু শুক্রবার বারুইপুর পুলিশ জেলার বারুইপুর অফিস থেকে পুলিশ সুপার মিসেস পুষ্পা ৩০ জনের হাতে এই মোবাইল ফোন তুলে দেন। চুরি যাওয়া মোবাইল ফোন পেয়ে খুবই খুশি হয়েছেন মোবাইলে গ্রহীতারা।
অনেককে এ বলতে শোনা যায় যে মোবাইল ফোন আর হয়তো কোনদিন পাওয়া যাবে না। এখন মোবাইল ফোন পেয়ে বারুইপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার ভুয়সী প্রশংসা করে মোবাইল গ্রহিতারা।