কাজলা জনকল্যাণ সমিতি ও রামনগর ১ ব্লকের তালগাছারি ২ গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক স্তরের স্বেচ্ছাসেবী সংস্থা ” ইউনিসেফ” কলকাতা সহযোগিতায় জ্ঞাপন করা হল বিশ্ব মানব পাচারবিরোধী দিবস ।
তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোধরা পন্তেশ্বরী হাই স্কুলে দিনটি উদযাপন করা হয়।
প্রসঙ্গত মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মহিলা ও মেয়েদের বিরুদ্ধে সমস্ত ধরনের হিংসা ও শোষণ নির্মূলের জন্য ৩০ জুলাই দিনটিকে ইউনাইটেড নেশানস ” বিশ্ব মানব পাচার বিরোধী দিবস” হিসাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সারা পৃথিবী জুড়ে এদিন বিল্টু সমারোহের সঙ্গে পালিত হয় ।
শনিবার সচেতনতা বাড়াতে তালগাছাড়িতে র্যালি এবং সচেতনতা শিবির করা হয়। বিদ্যালয়ের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিল।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোধরা পন্তেশ্বরী হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ পট্টনায়ক, তালগাছড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ জানা, কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার অনুরাধা মণ্ডল, ও কো-অডিনেটর কমল দাস প্রমুখ ।