Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাম না নিয়ে শুভেন্দুকে হুঁশিয়ারি ঋতব্রতের ।।

এক শ্রেনীর দালাল শ্রমিকদের বেতন চুক্তির নামে ঠান্ডা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়ে যেত ।তৃনমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দালালের ব্যাবসা বন্ধ করে শ্রমিকদের আর্থিক উন্নতির পথ তৈরীর ব্যাবস্থা করেছেন ।শনিবার হলদিয়াতে ধানসিঁড়ি পেট্রোকেমিক্যাল লিমিটেড সংলগ্ন মাঠে নিজের ভাষনে একথা বলেন তৃনমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।সভায় পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক কমিটি আইএনটিটিইউসি সভাপতি শিবনাথ সরকার সহ অন্যান্যরা হাজির ছিলেন।

তৃনমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কারখানায় শ্রমিককেরা দিনরাত খেটে চলেছেন।আর তাদের বেতন বৃদ্ধির নামে এক শ্রেনীর দালাল ও তাদের পোষিত ঠিকাদারেরা নিজেদের মুনাফা লুটতো।বলেন যাদের দাবি নিয়ে আলোচনা হবে সেই মানুষ গুলোকে বাদ রেখে কোন দালালের চেম্বারে ঠান্ডা ঘরে বসে দুই তিনজনকে নিয়ে আলোচনা করে বেতন নির্ধারন করা হোত।উদাহরন দিয়ে বলেন ৩৪০ জন কর্মী আর ঠিকাদারের তালিকায় ৫১০ জন ।ফলে বাকী টাকা নিয়ে পালাতো দালাল আর ঠিকাদার।সেই ব্যাবস্থার বিরুদ্ধে গর্জে উঠেছেন অভিষেক।হলদিয়া ধানসিঁড়ি পেট্রোকেমিক্যাল লিমিটেড এর শ্রমিকদের বেতন সংক্রান্ত চুক্তি তার মডেল।এবার এই মডেলকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে শ্রমিক স্বার্থকে সুরক্ষিত করবে আইএনটিটিইউসি।প্রসঙ্গত এর আগে হলদিয়ায় এসে শ্রমিকদের বেতন চুক্তিতে বঞ্চনার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীকে দুঁষেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read