প্রদীপ কুমার সিংহ:-থ্যালাসেমিয়া রোগ পশ্চিমবাংলা থেকে দূর করার জন্য ক্যানিং তালদি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াপথ এর পক্ষ থেকে রবিবার এক সাইকেল র্যালি হয়। এই মিছিলটি বেরোয় ক্যানিং বাজার থেকে তা যাবে নবান্ন পর্যন্ত। এই মিছিলে অংশগ্রহণ করে ১০ জন সাইকেল আরোহী।
যারা সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেন এই সংগঠনে। মূলত এই সাইকেল মিছিলের উদ্দেশ্য হলো থ্যালাসেমিয়া রোগ পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ থেকে যাতে দূর করা যায় তার জন্যই মানুষকে সচেতন করা।এই সাইকেল মিছিল পৌছাবে আগামী কাল সকালে নবান্নে।
ক্যানিং বাজার থেকে রবিবার সকাল সাড়ে নটায় সাইকেল র্যালি বার হয় তা উত্তরভাগের বাজারে কাছে এসে কিছুটা প্রচার করে থ্যালাসেমিয়া রোগের জন্য মানুষের সচেতন করে। সেখানে এক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সম্বর্ধনা দেয়।
Author: ekhansangbad
Post Views: ১১১