খেজুরী আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে জনকা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে – স্বর্গীয় দেশহিতৈষী ,স্বাধীনতা সংগ্রামী , স্বদেশসেবক গোবিন্দপ্রসাদ সেন-এর সার্ধশততম জন্মবার্ষিকী উদযাপন এবং ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন ড. রামচন্দ্র মন্ডল ৷ উপস্থিত ছিলেন রবীন্দ্র গবেষক ড. প্রবাল কান্তি হাজরা, ড. বিষ্ণুপদ জানা, সুমন নারায়ণ বাকরা, সমরেশ সুবোধ পড়িয়া, সুদর্শন সেন, কৃষকরত্ন জলধর নায়ক, সুভাষচন্দ্র ঘোড়ই, সুদীপ মাইতি, গঙ্গাকিশোর সেন, শুভদীপ সেন, অম্লান পাত্র, রবীন্দ্রনাথ দাস অধিকারী, দীপ্তি দত্ত, পরমা সেন, বাসন্তী ত্রিপাঠী, বলরাম মান্না, দেবরাজ দত্ত প্রমুখ খেজুরী-কাঁথির বহু গুণীজন ৷
আলোচনা সভায় বিশিষ্ট অতিথিগণ
স্বাধীনতার ৭৫ বছর (১৯৪৭-২০২২),
খেজুরী জাতীয় সরকারের ৮০তম বর্ষ (১৯৪২-২০২২), ভারতছাড়ো আন্দোলন পর্বে খেজুরীর সংগ্ৰামী জনগণ, আইন অমান্য আন্দোলনে খেজুরী, বঙ্গভঙ্গ আন্দোলনে খেজুরী ও দেশহিতৈষী গোবিন্দপ্রসাদ সেন-এর সার্ধশততম জন্মবার্ষিকীতে তাঁর জীবন ও কর্ম নিয়ে বিস্তৃত আলোচনা করেন ৷ আলোচনা সভার শেষে যে বৃক্ষের নামকরণে হিজলী জনপদের নামাঙ্করণ হয়েছিল খেজুরীতে বিলুপ্তপ্রায় সেই ঐতিহ্যবাহী হিজল বৃক্ষের একটি চারা রোপণ করা হয়৷
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমরেশ সুবোধ পড়িয়া ৷ আয়োজক সংগঠনের পক্ষ থেকে সুদর্শন সেন এবং তৃণাঞ্জন দত্ত উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷