Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। কাঁথি ব্রাত্য,রাজ্যে নতুন সাতটি জেলা ঘোষনা মুখ্যমন্ত্রীর ।।

রাজ্যে আরো নতুন সাতটি জেলা মানচিত্রে যুক্ত হতে চলেছে।তবে অন্যান্য বারের মত এবারেও দাবি পুরন হলনা কাঁথির।

সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য বড় জেলাগুলিকে ছোট কয়েকটি জেলায় ভাঙা হচ্ছে।এর পরেই ৭ নতুন জেলার নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত জেলা গুলি হল ১.বহরমপুর ২. কান্দি ৩.সুন্দরবন ৪.বসিরহাট ৫.ইছামতী ৬.রানাঘাট ও ৭.বিষ্ণুপুর।কিন্ত ঘোষনা হলনা কাঁথির নাম ।

রাজ্যে বাম সরকার থাকা কালীন অখন্ড মেদিনীপুর থাকা অবস্থাতেই কাঁথি জেলার দাবি উঠতে শুরু হয় ।এর পর ২০০১ সালে মেদিনীপুর ভেঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা গঠনের সময় এই দাবি আরো জোরালো হয় ।কাঁথিকে জেলা ঘোষনা করার দাবিতে একাধিক আন্দোলন হয়েছে।২০১১ সালে তৃনমূল ক্ষমতায় আসার পরে কাঁথি ও এগরা মহকুমার বাসিন্দাদের মনে হয়েছিলো এবার জেলার মর্যাদা পাবে কাঁথি।কিন্তু গত ১১ বছর ধরে বারবার হতাশ হতে হচ্ছে কাঁথির মানুষদের।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read