কাঁথির আত্মজন নামে একটি সমাজসেবী প্রতিষ্ঠান দীঘা বাইপাস থেকে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত বৃক্ষ রোপন কর্মসূচি পালিত করলো ।
এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সমাজসেবী অসীম কুমার মিশ্র ও রামচন্দ্র মন্ডল।
উদ্বোধক অসীম কুমার মিশ্র বৃক্ষ রোপনের উদ্দেশ্যকে সাধুবাদ জানান । এছাড়া এই কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন সম্পাদক শান্তনু দত্তবর ও প্রাক্তন সভাপতি রামচন্দ্র মন্ডল। তারা আত্মজনের বিগত দিনের সমাজ সেবামূলক কাজ গুলোকে মানুষের সামনে তুলে ধরেন ।
আত্মজন এর বর্তমান সভাপতি অনুপ কুমার পাহাড়ী ও সহ-সম্পাদক তাপস কুমার জানা আগামী দিনে সংস্থার সেবামূলক কাজ আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ ডক্টর অলক চক্রবর্তী, তন্ময় জানা ,তাপস কুমার প্রধান, কৃষ্ণেন্দু মাটিয়া, গৌরীশঙ্কর পন্ডা, সৌমেন পন্ডা ,অলক কুমার পন্ডা, সিতাংশু মান্না,কৌশিক মাইতি, মিঠুন দাস এবং আরো অনেকে।
সংস্থার সম্পাদক পুষ্পেন্দু বিকাশ মাল স্বাগত ভাষণে পরিবেশ দূষণ রোধে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোকপাত করেন। সমাজের সকল স্তরে মানুষকে ও আত্মজন এর সমস্ত সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।