সর্বত্র উন্নয়নের জোয়ার হলেও এখনো অবহেলিত কাঁথি এক ব্লকের বড় রাম মাইতি বাড় গ্রাম। গ্রামের সর্বত্রই কংক্রিট কিংবা পাকা রাস্তা হলেও দীর্ঘ ২০ বছরেও বড়রাম মাইতি বাড় পশ্চিমপাড়া থেকে প্রায় ৭০০ মিটার কাঁচা রাস্তার সংস্কার হয়নি। বেহাল তথা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। অবিলম্বে রাস্তার সংস্কার না হলে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা । ইতিপূর্বে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনো ফল না হওয়ায় সোমবার গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ২০ জন এর বেশি মহিলা কাঁথি ১ বিডিওকে লিখিত অভিযোগ জানালেন । আন্দোলনকারী মহিলারা বিডিওকে অনুরোধ জানিয়ে বলেন ওই রাস্তাটি দ্রুত সংস্কার না করা হলে রাস্তা অবরোধ সহ পঞ্চায়েত সমিতি ঘেরাও করে অবস্থান বিক্ষোভে সামিল হব । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পক্ষে ছবি রানী মাইতি বলেন বর্ষায় রাস্তায় এক হাঁটু কাঁদা হয় । এলাকার মানুষরা যাতায়াত করতে পারেন না । ফলে উৎপাদিত শস্য, মাছ, দুধ বাজারজাত করে বিক্রয় না করতে পারায় জীবন জীবিকার ক্ষেত্রে চরম সমস্যা দেখা দিয়েছে । শুধু তাই নয় অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশুদের যাতায়াতে চরম বাধা হয়ে দাঁড়িয়েছে । সেই সাথে সাথে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না । অসুস্থ রোগীদের দোলনা করে কাঁধে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসার জন্য কাদা রাস্তা পেরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হচ্ছে। আন্দোলনকারী মহিলাদের অভিযোগ শুনে ভিডিও এক সপ্তাহের মধ্যে আশু ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।