Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউনিটি মালঞ্চ-র নতুন পূর্ণাঙ্গ নাটক”বাক্স বদল ” ।।


ইন্দ্রজিৎ আইচ : – ইউনিটি মালঞ্চ -র নতুন পূর্ণাঙ্গ প্রযোজনায় বাক্স রহস্য সম্প্রতি অভিনীত হলো নৈহাটি ঐকতান মঞ্চে । পূর্ণ প্রেক্ষাগৃহে নাট্যামোদী দর্শক সুন্দর এক মিষ্টি-মধুর প্রেমের গল্প উপভোগ করলেন।

গল্প-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য সত্যজিৎ রায়, চিত্রনাট্য থেকে নাটক টি নাট্য রূপ দিয়েছেন সৌমেন্দ্যু ঘোষ ।গল্পের নায়ক -নায়িকা-র বাক্স বদল হওয়া, পরে তা ফেরত পাওয়া এবং অবশেষে দু’জন-দু’জনের প্রেমে পড়া চমৎকার এক বুদ্ধি দীপ্ত কমেডি -র মধ্যে দিয়ে নাটক এগিয়েছে। নাট্য পরিচালক দেবাশিস সরকার মুন্সিয়ানার সঙ্গে মঞ্চ ভাবনা, আলো, আবহ ও কেম্পাজিশনের সুন্দর মেল বন্ধন ঘটিয়ে অসাধারণ নানা নাট্য মুহূর্ত তৈরি করেছেন ।



নাটকের মূল অভিনেতা ও অভিনেত্রী বাবলু চৌধুরী ও অঙ্কিতা দত্ত অসম্ভব ভালো অভিনয় করেছেন । দু’জনই এই দলের সম্পদ । পার্থ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ও দর্শক মনে দাগ কেটে যায় । নিত্যানন্দ পাল, অরূপ পাল, রূপা মজুমদার, সুদীপ্ত দাম, মমতা দত্ত, শ্যামলী বিশ্বাস জিতা নাথ, প্রসেনজিৎ তলাপাত্র ও নবীন অভিনেতা সাগ্নিক সরকার প্রত্যেকে ভালো অভিনয় করেছেন । ছোট ছোট চরিত্র গুলোকে পরিচালক এতো সুন্দর ও যত্ন নিয়ে কাজে লাগিয়েছেন। দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়ার মূহুর্ত গুলো অভিনব।

রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য “মায়ার খেলা ” -র নৃত্যাংশ ও বেশকিছু গানের প্রয়োগ নাটকটিকে উচ্চতায় পৌঁছেদেয়। অঙ্কিতা,অঞ্জন ও অন্যান্যদের নৃত্যশৈলী ভারী সুন্দর । প্রসেনজিৎ তলাপাত্র-র আলোক ভাবনা , মনোরঞ্জন চক্রবর্তী-র মঞ্চ, সাগ্নিক সরকার-এর আবহ ও অলোক দেবনাথ-এর রূপসজ্জা নাটকের দাবি মিটিয়েছে। রূপা মজুমদার, মমতা দত্ত ও সুদীপ্ত দাম–এই তিন চরিত্রাভিনেতা বারতি মাত্রা যোগ করেছেন তাদের অভিনয়ের গুনে। ইউনিটি মালঞ্চ-কে ধন্যবাদ একটি চমৎকার প্রয়োজনে উপহার দেওয়ার জন্য ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read