ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সফলতা অর্জন করে কাঁথির মুখ উজ্জ্বল করলো সেক শাহাজান ও সালমা খাতুন। এই দুই কৃতির সাফল্যে খুশী কাঁথির বাসিন্দারা।
গত মাসের ৩০ ও ৩১ তারিখ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ভারতের সবথেকে বড় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। এই ষষ্ঠ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ভারত ছাড়স আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্ক সহ আটটি দেশের ৪০০০ বেশি প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।
এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় কাঁথি মহকুমা থেকে দুজন প্রতিযোগী অংশগ্রহণ করে। দুজনেই প্রতিযোগিতায় সফলতা অর্জন করেছে।
জানা গেছে কাঁথি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিপুর গ্রামের বাসিন্দা তথা কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার ছাত্র সেক শাহাজান অনুর্দ্ধ ১২ কুমতি ফাইট বিভাগে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেছে। সেই সাথে দ্বিতীয় ইভেন্ট অনুর্দ্ধ ১২ বছর কাতা বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় অনুর্দ্ধ ১০ বালিকা বিভাগের কাতা প্রতিযোগিতায় কাঁথি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বাসিন্দা তথা কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের ছাত্রী সালমা খাতুন দ্বিতীয় স্থান অধিকার করেছে।
কাঁথির দুই বাসিন্দার এই সাফল্যের কথা জানিয়েছেন প্রশিক্ষক এরশাদ খান।সফল দুই প্রতিযোগীকে শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশানের সভাপতি হান্সি প্রেমজিত সেন, পূর্ব মেদিনীপুর জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পবিত্র গোস্বামী,কাঁথি পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেক সাবুল