Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

। । সম্ভাব্য সেচ মন্ত্রী বিপ্লব রায় চৌধুরীঃপ্রদীপ মজুমদার হতে পারেন কৃষি মন্ত্রী ।।

পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীদের ঘোর বিরোধী বলে পরিচিত বিপ্লব রায় চৌধুরী এবার রাজ্য মন্ত্রীসভায় স্থান পেতে চলেছেন।সম্ভবত সেচ মন্ত্রী হিসাবে বুধবার শপথ নিতে চলেছেন এই প্রবীন তৃনমূল নেতা।

বুধবার বিকেলেই রাজ্য মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বর্তমান মন্ত্রিসভার অন্তত চার থেকে পাঁচজন সদস্যকে বাদ দেওয়া হবে৷ তাঁদের দলের কাজে লাগানো হবে বলে জানান মমতা৷ নতুন করে পাঁচ থেকে ছ’ জনকে মন্ত্রিসভায় নিয়ে আসা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার সকালেই নতুন মন্ত্রীদের নামের তালিকা রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাতে সোমবার রাতেই ইম্ফল থেকে কলকাতায় এসে গিয়েছেন রাজ্যপাল লা গণেশন।

রাজ্য মন্ত্রিসভায় তিন মন্ত্রীর জায়গা এমনতেই ফাঁকা রয়েছে। প্রয়াত সাধন পাণ্ডে ও সুব্রত মুখোপাধ্যায়ের শূন্যস্থানে এখনও কাউকে আনেননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে পার্থ চট্টোপাধ্যায়গ্রেফতার হওয়ার পর তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর বাইরেও আরও কিছু বদল হবে।

সুত্র অনুযায়ী দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা হিসেবে কাজ করার পর প্রদীপ মজুমদার পেতে চলেছেন এই দফতর। আর এখন যিনি কৃষিমন্ত্রী, সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হতে পারে অন্য দফতরে। 

রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখ হিসাবে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক ও উদয়ন গুহের নাম নিয়ে জোর জল্পনা চলছে। মন্ত্রী হতে পারেন তাপস রায়, স্নেহাশিস চক্রবর্তীও। অপরদিকে সৌমেন মহাপাত্র যে আর সেচ দফতরের দায়িত্বে থাকছেন না, তা একপ্রকার নিশ্চিতই বলা যায়। তাঁর জায়গায় সেচ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বিপ্লব রায়চৌধুরীকে। 

সুত্রের দাবি তমলুক লোকসভা কেন্দ্র এলাকায় বিপ্লব রায় চৌধুরী আর কাঁথি লোকসভা কেন্দ্র এলাকায় অখিল গিরি দলের এই দুই অধিকারী বিরোধী মন্ত্রীকে সামনে রেখে কর্মীদের মানসিক ভাবে আরো চাঙ্গা করার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read