পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পিডব্লিউডির জায়গার ওপর বে আইনী ভাবে দীর্ঘদিন আগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কার্যালয় গড়ে উঠেছিল। দুই দিন আগে হাইকোর্টের নির্দেশে পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ও পি ডব্লুডি ইঞ্জিনিয়ার দুটি জেসিবি দিয়ে তৃণমূলের শ্রমিক সনগঠনের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেয়।
স্থানীয় কিছু তৃণমূলের নেতৃত্বদের দাবি ৯ লক্ষ টাকার বিনিময়ে দলীয় কার্যালয় বিক্রি করা হয়েছে,আর যারা বিক্রি করেছে ।তাঁরাই আরো অভিযোগ করে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভেঙে ফেলেছে এমনটাই অভিযোগ আইএনটিটিইউসির কিছু সদস্যের।
তাঁর প্রতিবাদে পাঁশকুড়া বাজারে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ সভা করে আইএনটিটিইউসি।
আই এন টি টি ইউ সি অফিস ভাঙাকে কেন্দ্র করে পাঁশকুড়া তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশ্বর দত্তের বক্তব্যে অভিযোগের আঙ্গুল উঠল পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যানের দিকে। কটাক্ষের সুরে তিনি বলেন থুতু যদি ওপর দিকে ফেলি তবে নিজের গায়ে পড়বে ।
ব্লক তৃণমূল সভাপতি দিপ্তী জানাও বলেন ওই জায়গায় কিছু থাকলে ভাবার বিষয় ছিল কিন্তু খালি জায়গা রয়েছে তবুও ভেঙে গুঁড়িয়ে দিল, তাঁর মানে কি প্রোমোটারি ব্যবসা হচ্ছে।
পাঁশকুড়ার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুজিত রায় বলেন যে ব্যক্তি অভিযোগ করেন তাঁর বাড়ি যাওয়ার জন্য রাস্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রাচীর সহ পার্টি অফিস ভাঙার পেছনে আমাদের দলের একটা অংশ যুক্ত আছে আমরা প্রকাশ্যে বলেছি