আবারও পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বিধানসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে ধ্বস নামালো বিজেপি।পটাশপুর ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তাপস মাঝির ভাই বুধবার তার অনুগামীদের নিয়ে বিজেপিতে নাম লেখান।এর জেরে সারা পটাশপুর জুড়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে।
এসএসসিতে নিয়োগে দুর্নীতি কান্ডে ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করেছে ইডি ।দুর্নীতিতে জড়িত শাসক দলের সকল নেতা-মন্ত্রীকে গ্রেফতারের দাবিতে পটাশপুর মংলামোড়ে বাজারে একটি ধিক্কার মিছিল আয়োজন করে বিজেপি ।পরে পথসভা হয় ।সেখানেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি মানস মাঝি সহ বেশ কয়েকটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনীক জেলার বিজেপি নেতৃত্বরা।
তৃনমূল অবশ্য একে গুরুত্ব দিতে নারাজ।তাঁদের দাবি গত ২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর এরাও তৃনমূল থেকে দুরত্ব বাড়ায়।এখন পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষকে ভুল বোঝাতে দলবদলের নাটক করছে