Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। আড়াই মাসের পুত্রকে মাটিতে আছাড় মেরে খুন করলো বাবা ।।

নৃসংশ ভাবে এক আড়াই মাসের শিশুকে খুন করলো গুনধর পিতা !

বৃহস্পতিবার রাতে পারিবারিক বিবাদ চলার সময় আচমকা স্ত্রীর কোল থেকে নিজেদের আড়াই মাসের শিশু পুত্রকে কেড়ে নিয়ে সজোরে মাটিতে আছাড় দেয় সাগর রুহিদাস।এরপরেই বাড়ির লোকেরা গুরুতর আহত অবস্থায় ওই শিশুটিকে তড়িঘড়ি পুরুলিয়া মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরেই পলাতক অভিযুক্ত। 

বছর দেড়েক আগে  বলরামপুরের ছোট গাদ গ্রামের বাসিন্দা নীহারি রুহিদাসের সাথে বিয়ে হয় পুরুলিয়ার টামনা ডুরকু গ্রামের বাসিন্দা সাগর রুহিদাসের।অভিযোগ, বিয়ের পর থেকেই সাগর রুহিদাস তার স্ত্রীর উপর নানা রকম ভাবে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালাতো।এটা জানতে পেরে বৃহস্পতিবার পুরুলিয়ার টামনা ডুরকু গ্রামে পৌঁছায় নিহারীর বাপেরবাড়ির লোকজন। তাদের সাথে এই নিয়ে কথা কাটাকাটি চলাকালীন আচমকা ছুটে এসে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছাড় মারে ।


 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read