প্রদীপ কুমার সিংহ :-বিউটি পার্লারে বেআইনি কাজ করার অপরাধে এক বিউটি পার্লারের মালিক সহ তিনজন মহিলা ও একজন যুবককে গ্রেফতার করে পুলিশ।
ঘটনাটি হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উকিলপাড়ায়।
বিউটি পার্লারের নাম গোল্ডেন কম্বো ফ্যামিলি স্যালন এন্ড স্পা।
বারুইপুর মহিলা থানার পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই এই বিউটি পার্লারে বেআইনি কাজ করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর মহিলা থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরবেলায় ওই পার্লারে হানা দিয়ে তিনজন মহিলা ও একজন পুরুষকে গ্রেফতার করে এবং ওই দোকানটি তালা দিয়ে দেয় পুলিশ।
শুক্রবার ওই পুরুষ ও মহিলাদের বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয় বারুইপুর মহিলা থানা পক্ষ থেকে।
Author: ekhansangbad
Post Views: ১৭৪