Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পরম্পরা আয়ুর্বেদ এর নবতম প্রয়াস ” পরম সুন্দরী ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- আজ থেকে শুরু হয়ে গেলো বাংলা তথা সারা ভারতবর্ষ জুড়ে পরম্পরা আয়ুর্বেদ আয়োজিত তাদের নবতম প্রয়াস ” পরম সুন্দরী “।

আজ দেশপ্রিয় পার্কের ডিকেএস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন এই পরম সুন্দরী প্রতিযোগিতার মূল কান্ডারী ও পরম্পরা আয়ুর্বেদ এর কর্ণধার ড: দেবব্রত সেন।

তিনি জানালেন
অনেক দিন ধরে এই পরিকল্পনা টা ছিলো যে এই সুন্দরী প্রতিযোগিতা টা করবো। আজ থেকে সেটা শুরু হলো। ছয় ঋতু ও বারো মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। এটা পশ্চিমবঙ্গ এর সব জেলা ও অন্য রাজ্যের বিবাহিত ও অবিবাহিত মহিলারা অংশ নিতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ এর মধ্যে।

আজ আমার The Rising Warrior
এর কভার উন্মোচন হলো। এই কভার উদ্বোধন করেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাংবাদিক ড:সোমা এ চ্যাটার্জী।


পরম সুন্দরী র খোঁজ যারা করবেন অর্থাৎ যারা বিচারক থাকবেন তারা হলেন নিউট্রেসন কনসালটেন্ট রূপশ্রী চক্রবর্তী, গ্রুমিং এক্সপার্ট পূজা গুপ্তা, ডিজাইনার ঋকছন্দা ভদ্র, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ও ড:দেবব্রত সেন নিজে।

আজ এই সাংবাদিক সম্মেলনে সকল অতিথিরা উপস্থিত ছিলেন। সকলেই এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read