Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও রেড ভলেন্টিয়ারের যৌথ উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির ।।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও রেড ভলেন্টিয়ারের যৌথ উদ্যোগ ও দুরমুঠ অঞ্চল ইউনিট কমিটি উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ২৬ জন যুবতী সহ মোট ৭৬ জন রক্তদান করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডি ওয়াই এফ আই পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক ইব্রাহিম আলী। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকুমার মৈশাল, সম্পাদক মন্ডলীর সদস্য ঝাড়েশ্বর বেরা, গোপাল পড়্যা, রূপচাঁদ খান প্রমুখ। কাঁথি মহকুমা ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে। ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক ইব্রাহিম আলী বলেন,বর্তমান ব্লাড ব্যাংকগুলোতে যেভাবে রক্তের সংকট চলছে, তাতে আমাদের যুব সংগঠন সংকল্পবদ্ধ হয়েছি সারা আগস্ট মাস জুড়ে জেলার বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে ব্লাড ব্যাংকের রক্তাল্পতা দূর করব। এছাড়া আরো বলেন,বিরোধী রাজনৈতিক দলগুলি রক্ত ঝরাতে জানে,আমরা মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবন দানের জন্য রক্ত দান করি।
বিকাল বেলায় বেতালিয়া বাস স্ট্যান্ড সংলগ্নস্থানে নতুন একটি সিপিএমের শাখা কার্যালয় উদ্বোধন করেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। শাখা পার্টি অফিস উদ্বোধন বিষয়ে একটি পথসভা হয়, সভায় সভাপতিত্ব করেন রূপচাঁদ খান বক্তব্য রাখেন আশিস প্রামানিক, কৃষ্ণপদ মাইতি, পিনাকী দাস, হিমাংশু পন্ডা প্রমূখ। জেলা সম্পাদক বলেন বেতালিয়া এলাকাটি মূলত সংখ্যালঘু পরিবারের বাস। সংখ্যালঘুদের একটা বড় অংশ শাসকদলের উপরে ভরসা রাখলেও বর্তমানে তারা হাড়ে হাড়ে বুঝেছে বাস্তবে সংখ্যালঘুদের জন্য এই রাজ্য সরকার কিছুই করেনি। তাদেরকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করা হয়েছে। তাই কাঁথির উপকণ্ঠে দাঁড়িয়ে এই ধরনের একটি শাখা কার্যালয় নতুন করে উদ্বোধন নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত স্থাপন করলো।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read