Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। নবধারা-র উদ্যোগে বৃক্ষ পরিণয় উৎসব ।।

রবিবার নবধারা ট্রাষ্ট এর উদ্যোগে হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশান এর আনন্দভবনে অনুষ্ঠিত হলো বৃক্ষ পরিণয় উৎসব।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; বিমান কুমার নায়ক, ড. বিষ্ণুপদ জানা, সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন প্রমুখ ৷

সুন্দর শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এই নান্দনিক অনুষ্ঠান৷ হেঁড়িয়া হাইস্কুল থেকে শুরু করে হেঁড়িয়া বাজার পরিক্রমা করা হয় সুসজ্জিত পাল্কি সহ নৃত্যের তালে তালে৷ বৃক্ষ পরিণয় অনুষ্ঠানের পরে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান; গুণীজনের বক্তব্য, ছাত্রছাত্রীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, কবিতাপাঠে অনুষ্ঠানটি অত্যন্ত মাধুর্যমন্ডিত হয়ে ওঠে৷

প্রতিবারের মতো এবারেও ফুলে পাতায় ‘বৃষ্টির দিনে সৃষ্টি’ বৃক্ষ পরিণয়ের আসর (আঙ্গিনা) সুন্দর করে সাজিয়ে তুলে ছিলেন; উত্তমকুমার ও কমলাকান্ত জুটি৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read