ভর সন্ধ্যায় পচা দুর্গন্ধে গোটা এলাকা তোলপাড়। শুধু রাস্তায় চলাচলকারী মানুষজনই নয় , এলাকায় বসবাসকারী মানুষজনের ও থাকা কঠিন হয়ে দাঁড়ায়।
পচা দুর্গন্ধে কেউ নাকে রুমাল আবার কেউবা না মুখ চাপা দিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালাতে থাকে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় কাঁথি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিঙ্গল বেড়িয়া স্ট্যান্ড এর কাছে ।
শনিবার সন্ধ্যায় এলাকার মহাদেব মন্দিরের কাছে ধান জমির কিছু দূরে জঙ্গলের পাশে একটি দড়ি দিয়ে বাঁধা বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা।
আর তা থেকেই পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় । এই পচা দুর্গন্ধযুক্ত মুখ বাধা বস্তাকে ঘিরে নানা কৌতূহল ছড়ায় এলাকাবাসীদের মধ্যে । কারো কারোর কথায় বস্তার মধ্যে থাকতে পারে কোন লাশ । তবে পচা দুর্গন্ধ কে উপেক্ষা করেও বহু মানুষের ভিড় জমে মুখ বন্ধ বস্তাটি দেখতে।
এলাকার কাউন্সিলর তথা স্কুল শিক্ষিকা সঞ্চিতা জানা বলেন , মুখ বন্ধ বস্তা পাওয়া গেছে ঘটনাটি সত্যি। তবে বস্তার মধ্যে কি রয়েছে তা এখনো জানা যায়নি । পুলিশকে খবর দিয়েছি পুলিশ এলে প্রকৃত ঘটনা জানা যাবে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ বাহিনী । পরে পুলিশি হস্তক্ষেপে মুখ বন্ধ বস্তা খোলা হলে দেখা যায় সেই বস্তার মধ্যে রয়েছে একটি মৃত বাছুরের দেহ। কে বা কারা বেশ কিছুদিন আগেই এই মৃত বাছুর টিকে বস্তাবন্দী করে জঙ্গলের ধারে ফেলে দিয়ে যাওয়ার ফলে পচা দুর্গন্ধ ছড়ায়। পরে সেটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।