পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকের কোটবাড় গ্রামে তৃণমূল নেতা তথা প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশঙ্কর নায়েকের বাড়িতে শনিবার টাকা ফেরতে চাইতে এসে হামলা চালিয়ে গ্রেফতার হলেন পাঁচ জন।ধৃতরা হল কালোবরণ দাস, অসীম গোল, দীপক মাইতি, সৌমিত্র দাস ও মোহিত কুমার বেরা।
রবিবার তাঁদের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এলাকাবাসীর অভিযোগ তৃনমূল নেতা শিবশঙ্কর নায়েক অনেক বেকার যুবক যুবতীদের থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন । শনিবার সকালে শিবশঙ্করের খোঁজে তাঁর বাড়িতে যান এক দল চাকরিপ্রার্থী। তঁরা টাকা ফেরতের দাবি করেন। কিন্তু শিবশঙ্করের খোঁজ না পাওয়ায় তাঁরা ওই তৃণমূল নেতার ছেলে এবং স্ত্রীকে মারধর করেন। ছেলেকে গাছেও বেঁধে রাখা হয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিবশঙ্করের বাড়ির জানালার কাচও ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা।
শিবশঙ্করের স্ত্রী মলিনা নায়েক বর্তমানে ভগবানপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যা। তাঁর অভিযোগ অচমকা কয়েক জন বাড়িতে ঢুকে হামলা চালায়।এমনকি শ্লীলতাহানী করে । এর পেছনে বিরোধীদের রাজনৈতিক অভিসন্ধি আছে বলেও মনে করছেন ।
অপরদিকে পুলিশ জানিয়েছে, মহিলার ওপর হামলা, শ্লীলতাহানীর অভিযোগ পেয়েই হামলাকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।