বামপন্থীদের লালা ঝান্ডা নীচে হুইল চেয়ারে বসে সারা শিল্পাঞ্চল ঘুরলেন নকল পার্থ চ্যাটার্জী!
সোমবার বিকালে সিপিএমের হলদিয়া মহকুমার কৃষক, শ্রমিক, খেতজুর সংগঠনের এর ডাকে ছাত্র, যুব, মহিলা সহ অন্যান্য গণসংগঠন গুলির সহযোগিতায় রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল ।
আবাস যোজনা ও রেগা প্রকল্পের দুর্নীতি, পঞ্চায়েতে লুঠ, তৃণমূলের তোলাবাজি, শ্রমকোড বাতিল সহ এসএসসি, পিএসসি, প্রাইমারি টেট পরীক্ষাতে কোটি কোটি টাকার দুর্নীতির প্রতিবাদে “চোর ধরো জেল ভরো” ডাক দিয়ে আইন অমান্য করে বামপন্থীরা।
হলদিয়া মহকুমা শাসকের দপ্তরের আইন অমান্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিতোষ পট্টনায়ক, অচিন্ত্য শাসমল, শান্তনু দাস, নান্টুপদ মাঝি, স্বপন দাস, অশোক পাত্র, পূর্বাশা সামন্ত সহ অন্যান্য নেতৃত্ব।
এই কর্মসূচীতে নিয়োগ দুর্নীতি কান্ডে ইডির হাতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী সাজিয়ে এক কর্মীকে হুইল চেয়ারে বসিয়ে সারা শিল্পাঞ্চল ঘোরায় বামপন্থীরা।