Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। হোটেল জে ডাবলু ম‍্যারিয়েট হোটেলে আই সি এ আই এর সাংবাদিক সম্মেলন।।

ইন্দ্রজিৎ আইচ:-বাইপাসের কাছে জে ডাবলু ম‍্যারিয়েট হোটেলে সম্প্রতি হয়ে গেলো আই সি এ আই
( দা ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়া) তাদের পরিবেশ, সামাজিক ও প্রশাসনিক বিষয়ে এক সাংবাদিক সম্মেলন।


আই সি এ আই এর প্রেসিডেন্ট দেবাশিস মিত্র জানালেন
যে সব ব্যাবসায়ী আমাদের কাছে আসেন বিভিন্ন দরকারি
কাজে তাদের অনুরোধ করছি
পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক কাজে তারা যেন নিজেদের নিয়োজিত করেন। আমাদের এই প্রতিষ্ঠান সাসটেইনাবিলিটি রিপোর্ট স্ট্যান্ডার্ড বোর্ডের মাধ্যমে
ই এস জি বিষয় সচেতনতা তৈরির ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এর সঙ্গে সামঞ্জস্য রেখে আই সি এ আই সারা ভারত জুড়ে স্বাধীন ডিরেক্টার ও সি এফ ও দের জন্য ই এস জি রাউন্ডটেবল সিরিজের আয়োজন করেছে।এই রাউন্ড
টেবল গুলি সিদ্ধান্ত গ্রহণ কারির দৃষ্টি ভঙ্গিতে প্রাথমিক ই এস জি সাসটেইনেবিলিটি বিষয় জানার ক্ষেত্র গুলিতে ফোকাস করবে।


আই সি এ আই এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য রঞ্জিত কুমার আগারওয়াল জানালেন চার্টার্ড একাউন্টস পড়ার ক্ষেত্রে আমাদের এই পদক্ষেপ
গুলো আমাদের বিভিন্ন ছাত্র
ছাত্রী দের লেখাপড়ার ক্ষেত্রে খুব উপকার হবে।



সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ই আই আর সি র চেয়ারম্যান
রবিকুমার পাটোয়া, এস আর
এস বি – আই সি এ আই এর চেয়ারম্যান সঞ্জীব কুমার সিংহল, এস আর এস বি এই সি এ আই এর ভাইস চেয়ারম্যান প্রীতি পরস সাভালা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read