Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। প‍্যানটালুনস এর ২৫ বছর পূর্তি ।।

ইন্দ্রজিৎ আইচ:-সারা ভারতবর্ষে আদিত্য বিড়লা ফ্যাশন এন্ড রিটেল লিমিটেড এর “প‍্যানটালুনস ” একটি নাম্বার ওয়ান ব্র্যান্ড।

সারা পৃথিবীর সব ধরণের নামি জামা কাপড়( ছোট থেকে বড় দের )সব এখানে পাওয়া যায়।১৯৯৭ সাল থেকে এই প‍্যানটালুনস এর পথ চলা শুরু হয়েছিলো। ২০২২ তাদের ২৫ বছর পূর্ণ হল।

এই উপলক্ষে দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলে তাদের সব থেকে বড় নিজস্ব শোরুমে হয়ে গেলো ২৫ বছর পূর্তির উদযাপন।




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও সংগীতা পেন্ডুরকার, অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং
প্রিয়াঙ্কা সরকার। এইদিন বিভিন্ন মডেলরা নাচে গানে আসর মাতিয়ে দেন রেড এফ এম আর রেডিও জকি প্রভিন এর সাথে।

এক সাংবাদিক সম্মেলনে সিইও সংগীতা পেন্ডুরকার জানালেন সারা ভারতে প‍্যানটালুনস ৩৪৬৮ টি স্টোর এবং ২৮৫৮৫ টি ব্র্যান্ড আছে আমাদের।



অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানালেন এই সংস্থা আমাদের যৌবন বয়সের সাথি, আগে একসময় নিউ মার্কেট যেতাম জামা কাপড় কিনতে,আমার বাড়ির কাছেই এই শপিং মল। এখন এখানে আসি। অথবা গড়িয়াহাট এ তাদের নিজস্ব শোরুমে যাই কেনা কাটা করতে।এখানে জামা কাপড়ের প্রতিটা কোয়ালিটি খুব ভালো ও টেকসই।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বলেন আমি সব সময় প‍্যানটালুনস এর ওপর ভরসা করি। ছেলে সহজের জামা প্যান্ট থেকে নিজের মন পছন্দের যা কিছু এখান থেকে
কিনি ও অন্যকে উপহার ও দিয়ে থাকি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এই সংস্থা র নানা শাখা আছে। সকলের ঘরের কাছে হাত বাড়ালেই “প‍্যানটালুনস”। এই দিন মঞ্চে সবাই কেক কেটে ২৫ বছর সেলিব্রেশন পালন
করে।


আগামী কয়েকদিন প‍্যানটালুনস এর যে কোনো কেনাকাটায় ক্রেতারা ২৫% ছাড় পাবেন বলে জানালেন এই সংস্থা র সিইও সংগীতা পেন্ডুরকার।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read