প্রদীপ কুমার মাইতি :- গরু ও কয়লা পাচার কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পর রাস্তায় নামল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকেরা।তারই একসময়ে করা উক্তি চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা এবং নকুল দানাকে সাথে নিয়ে গ্রেফতারির পক্ষে প্রচার করলো বাম যুবসংগঠন।
সিবিআইয়ের হাতে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে গ্রেফতারকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের এগরা লোকাল কমিটির তরফে এগরাতে পথচলতি মানুষ সহ-স্থানীয়দের নকুলদানা ও গুড়বাতাসা খাওয়ানো হয়।
এ দিনের কর্মসূচিতে নেতৃত্বে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য সৌম্য দাস ও তাপস সেন প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৮৪