প্রায় ২০০ বছর ইংরেজদের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতা পায় ভারত। বহু স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানে স্বাধীন হয়েছিল আমাদের ভারতবর্ষ।
জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়ের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ।
সারা দেশের পাশাপাশি সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় নিমতৌড়িতে নব জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গনে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো ৭৬ তম স্বাধীনতা দিবস।
এদিন সকাল ৯ টায় পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে, সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
পতাকা উত্তোলনের পরেই দেশাত্মবোধক নাচ, গান, আবৃত্তি সহযোগে পালিত হয় দিনটি।
এদিন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী বলেন এই মেদিনীপুর বীর বিপ্লবীদের দেশ,সেই বিপ্লবীদের আত্মত্যাগের কথা মাথায় রেখে সার্বিক উন্নয়নের লক্ষ্যে এগোবেন,এবং পুলিশ সুপার অমরনাথ কে জেলা পুলিশ প্রশাসনের তরফে সকলকে অভিনন্দিত করেন