খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি কর্তৃক খেজুরীর হেরিটেজ স্থাপত্যকীর্তি ‘ খেজুরী ডাকবাংলো ‘ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, ডাকবাংলো প্রতিষ্ঠার ১৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
জাতীয় পতাকা উত্তোলন করেন খেজুরীর প্রাক্তন বিধায়ক ও খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি’র সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল।
ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস ও খেজুরী ডাকবাংলোর ১৯১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে আলোচনায় অংশগ্ৰহণ করেন আয়োজক সংস্থার সহ: সম্পাদক সুদর্শন সেন ও সুমন নারায়ন বাকরা, সদস্য বসন্ত মন্ডল, বাজকুল রেঞ্জের রেঞ্জার শমীক জানা প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার ইতিহাসপ্রেমী মানুষজন ও স্থানীয় সোনাচুড়া হাইস্কুল, খেজুরী সরস্বতী বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, ১৮৩২ খ্রীষ্টাব্দের ১৫ আগস্ট দিনটিতেই খেজুরী ডাকবাংলো প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে এখানে সেচ দপ্তরের কাজকর্ম চলতো। তাই এটি সেচ বাংলো নামেই অধিক পরিচিত।