Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। স্বাধীনতা দিবসে আত্মপ্রকাশ করলো অভিন্ন ।।

স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তি ও ৭৬তম স্বাধীনতা দিবসের পূণ্যলগ্নে আত্মপ্রকাশ করল স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন।

খেজুরি-১ ব্লকের দেউলপোতার একদল যুবক যারা সারাবছর মানুষের পাশে থেকে অবিরাম সেবাদান করে চলেছে। সেবাদান কর্মে নিয়োজিত সকল যুবকদের সম্মিলিত প্রয়াস পরিচিতি লাভ করল “অভিন্ন” হিসেবে।


১৫আগস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তির দিনে শুরু হল অভিন্নর পথ চলা। আগামী দিনে সকলের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন অভিন্নর সদস্য সদস্যারা।

স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্নর কর্মকর্তা দীপ্তার্ঘ্য মহাপাত্র, প্রীতম মহাপাত্র, ভীষ্মদেব দাশ জানান শিক্ষা -সাহিত্য -সংস্কৃতি -পরিবেশ সংরক্ষণ -দেশপ্রেম -মানবপ্রেম -মানবসেবা -সততা -ঐক্য -সম্প্রীতি রক্ষার্থে সমাজে কাজ করবে অভিন্ন।

এদিন সংস্থার তরফে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান হয়। বট বৃক্ষ রোপণের মধ্য দিয়ে সংস্থার উদ্বোধন হয়। এদিন দেউলপোতা, বাঁশগোড়া এলাকার অসুস্থ প্রবীণদের সুস্থতা কামনা করে ফল প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন দেউলপোতা গ্রাম্য গোষ্ঠীর সম্পাদক তনুজ বেরা, বিশিষ্ট সমাজসেবী অমরেশ মাইতি, উতপল সামন্ত, কিরন কুমার দাস, অনিমেষ হাজরা সহ সংস্থার সদস্য-সদস্যারা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read