দেশের ৭৫তম স্বাধীনতা বর্ষের পুর্তির দিন কাঁথি মহকুমার বাসিন্দা ১০৪ বছর বয়সী স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসকে সম্মান জ্ঞাপন করা হল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
ভগবানপুর ২ ব্লকের বামুনিয়া গ্রামেরর বাসিন্দা এই প্রবীন স্বাধীনতা সংগ্রামী। স্থানীয় বাসিন্দা ও পরিবার সুত্রে জানা গেছে এই স্বাধীনতা সংগ্রামী ১৯৪২ সালের ভারতছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ব্রিটিশ পুলিশের গুলি লেগেছিল মাথায়। দীর্ঘদিন জেল খেটেছেন।
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে বিভিন্ন সামাজিক সংগঠন যতীন্দ্রনাথ দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করে তাঁর বাড়িতে গিয়ে।শাল-মানপত্র-পুষ্প স্তবক-মিস্টির প্যাকেট এই প্রবীন স্বাধীনতা সংগ্রামীর হাতে তুলে দেওয়া হয় সংস্থা গুলির তরফে।
Author: ekhansangbad
Post Views: ১১৯