প্রদীপ কুমার মাইতি :- সিবিআই-ইডির অভিযান থেকে নজর ঘোরাতে নতুন তৃনমূলের পোস্টার লাগানো হয়েছে।পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বিজেপির তিরাঙ্গা যাত্রা থেকে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নতুন দিঘা যুব আবাসনে জাহাজ বাড়ি থেকে তিরঙ্গা যাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একই সাথে তাঁর দাবি শীঘ্রই এরাজ্যে গুটিয়ে যাবে তৃণমূলের ঝাঁপ।
যুব আবাসনে জাহাজ বাড়ির সামনে থেকে যাত্রা শুরু হয় আর ট্যুরিস্ট লজের সামনে এসে পদযাত্রা শেষ হয়। ৭৫ বর্ষ স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষ্যে এদিন প্রায় দু’কিলোমিটার পথে কয়েক হাজার কর্মী-সমর্থকদের সঙ্গে পা মেলান শুভেন্দু৷ সেখানেই তিরাঙ্গা যাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন।
শুভেন্দুর কথায়, ‘‘বিজেপি রাষ্ট্রবাদী সরকার গঠন করবে। অনুব্রত মণ্ডলের এমন ঘটনায় দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কারণ একজন জেলা সভাপতিকে এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন। অন্য কোনও জেলা সভাপতির ক্ষেত্রে এমন গুরুত্ব দেননি।’’ এরপরই বোমা ফাটিয়েছেন শুভেন্দু, ‘‘সিবিআই আর ইডি দুর্নীতির ওপরে আঘাত এনেছে৷ তাই মোড় ঘোরাতে দক্ষিণ কলকাতায় তৃণমূলের তরফে নতুন তৃণমূলের পোস্টার পরেছে৷ তবে এই সবে আর কাজ হবে না৷ বাংলার মানুষ সব দেখতে পাচ্ছেন৷ এই তৃণমূল ৬ মাসের বেশি থাকবে না৷ ডিসেম্বর মধ্যে এই পার্টির ডেটলাইন শেষ। পুরো দলটার ঝাঁপ গুটিয়ে যাবে৷’’