কেন্দ্রীয় নির্দেশ মেনে ১০০ দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে সরকারী কর্মীদের কাজ করতে দেওয়ার দাবিতে বুধবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা রাজ্য সরকারের কাছে ডেপুটেশান দিলো কর্মচারীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন পঞ্চায়েত স্তরের আধিকারীকদেরকে বল পূর্বক দিনে ও রাত্রিতে অনৈতিক কাজ করিয়ে তাদের বিপদে মুখে ঠেলে দেওয়া হচ্ছে।আন্দোলনকারীদের অভিযোগ বেতন-সুরক্ষা নেই,কাজের সরজমিনে পরিদর্শনে কেন্দ্রীয় টিম এলে তাদের প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হয়। এই সব বিষয় নিয়ে পঞ্চায়েত কর্মী যৌথ মঞ্চের উদ্যেগে জেলাশাসক দফতরে বিক্ষোভ ও ডেপুটেশান ফেওয়া হল।
প্রথমে নিমতৌড়ি থেকে মিছিল করে জেলাশাসকের দফতর অবধি যান বিক্ষোভ কারিরা।পরে ডেপুটেশান দেওয়া হয় ।
বিক্ষোভকারীদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় সকল পঞ্চায়েত -বি.ডিও অফিসের স্থায়ী ও অস্থায়ী কর্মচারী উপস্থিত ছিলেন।
Author: ekhansangbad
Post Views: ৭৪