বুধবার কাজলা জনকল্যাণ সমিতি, কাজলা কো – অপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেড, লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্টিনিয়াল এর ব্যবস্থাপনায়, সহযোগিতায় ও কাঁথি মহকুমা ব্লাড ব্যাংকের পরিচালনায়, কাজলা কাজলা জনকল্যাণ সমিতিতে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাঁথি থানার আই.সি. অমলেন্দু বিশ্বাস, এছাড়া লায়ন্স ক্লাব অব কন্টাই সেন্টিনিয়াল এর প্রেসিডেন্ট অতসী মণ্ডল, ব্লাড ব্যাংকের ডাক্তার স্বর্ণালী পাল, কাজলা জনকল্যাণ সভাপতি অসীম কুমার দাস,সাধারণ সম্পাদক স্বপন পান্ডা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রক্তদান শিবিরে মোট ৯০ জন রক্তদাতা রক্তদান করলো।
Author: ekhansangbad
Post Views: ৭৯