ইন্দ্রজিৎ আইচ :- রাখী বন্ধন মানে রঙবেরঙের সুতোর সমাহার।রাখী বন্ধন মানে ভালোবাসার অঙ্গীকার।রাখী বন্ধন হল হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের সেতু। হৃদয়ের সাথে হৃদয়ের মিলনের এই সেতুকে সুদৃঢ় করতে শুক্রবার গোবরডাঙ্গা নাবিক নাট্যম পালন করলো রাখী বন্ধন উৎসব।
দলের সকল সদস্য, সদস্যারা একে অপরের হাতে পরিয়ে দিল রাখী।অনুষ্ঠানটির সুচনা করেন সংস্হার সম্পাদক অনিল কুমার মুখার্জী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ সম্পাদক অবিন দত্ত।
রাখী বন্ধন উৎসবটি আরো প্রাধান্য পাওয়ার কারন তাদের এ বছরের নাট্য কর্মশালার শিশুকিশোরদের উপস্হিতি, সংগে তাদের অভিবাবকদের অংশগ্রহন। শিশু কিশোররা তাদের নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে উৎসবটি এক অন্য মাত্রা পায়। রাখী বন্ধন উৎসবে সকল সদস্য, সদস্যা, শিশুকিশোর ও তাদের অভিবাবক এবং শুভানাধ্যায়ীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
দীর্ঘ সময় অনুষ্ঠান চলার পর দলের সভাপতি ও পরিচালক জীবন অধিকারী তার সুভাষনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।