প্রদীপ কুমার সিংহ :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বার বার ধর্ষণ করেও বিয়ে করতে অস্বীকারয় গ্রেফতার জল প্রেমিক। এই যুবকের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করে প্রেমিকা।
বারুইপুর মহিলা থানা সূত্রে খবর মল্লিকপুরের ১৯ বছরের এক কিশোরীর সাথে বারুইপুর থানার অন্তর্গত জয়াতলানট এলাকার তাজ মহম্মদ মন্ডল সঙ্গে দেড় বছর আগে ফেসবুকে আলাপ হয়। তারপর প্রেম ও ভালোবাসা হয় তাদের মধ্যে।সেই সম্পর্কের জেরে গত প্রায় দুই বছর ধরে মেয়েটাকে প্রেমিক তাজ মোহাম্মদ মন্ডল বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। ছেলেটি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বারবার ধর্ষণ করে মেয়েটিকে। পরে বিয়ে করতে অস্বীকার করে।
বিয়ের জন্য চাপ দিতেই প্রেমিক তাজমোহাম্মদ ও তার বাবা-মা এই মেয়েটিকে বারবার হুমকি দেয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার দিন বারুইপুর মহিলা থানায় মেয়েটির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বারুইপুর মহিলা থানার এসআই প্রিয়া সেনের নেতৃত্বে একটি টিম কেয়া তলায় একটি সাইবার ক্যাফে থেকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে তাজ মোহাম্মদ মন্ডলকে।
শুক্রবার মহিলা থানার পক্ষ থেকে তাজ মহম্মদ মন্ডলকে বারুইপুর মহকুমা আদালতে তোলার জন্য নিয়ে যায়। ৩৭৬ ৪ ৪১৭ ৫০৬ ও ৩৪ নাম্বার ধারায় মামলা রুজি করেছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে।